TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

রবীন্দ্র গানে-কবিতায়-কথায় সংযুক্তা, প্রবুদ্ধ, ও সুজয়প্রসাদ – আসছে নতুন অ্যালবাম ‘আলোকবর্তিকা’

আপন আলোতেই নিজের অন্তরলোক আলোকময় করতে চেয়েছেন রবীন্দ্রনাথ, বার বার। জগত সংসারের সকল নেতিবাচক শক্তিকে দূর করে আলোকিত এক জীবনের সন্ধান করে গিয়েছেন তিনি আজীবন।

আজ এক অস্থির বিপন্ন সময়ে, অদ্ভূত এক আঁধারের মধ্যে দাঁড়িয়ে সেই আলোর সন্ধান করবার এক প্রয়াস- আলোকবর্তিকা।

শিল্পী সংযুক্তা বেরা রবীন্দ্রনাথেরই গানে ছুঁয়ে যাবেন সেই সুর যেখানে রয়ে গিয়েছে কবির চিন্তনের প্রতিচ্ছবি। বিশিষ্ঠ রবীন্দ্রসংগীত শিল্পী প্রবুদ্ধ রাহার কণ্ঠেও রয়েছে গান। আর বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের পাঠে উঠে আসবে রবীন্দ্রনাথের জীবনের প্রতিটি বাঁকে ঘটে যাওয়া কিছু ঘটনার চয়ন। যা রবীন্দ্রচেতনার কিছু গুরুত্বপূর্ন বিষয়ের ওপর আলোকপাত করে। যে চিন্তাধারা সততই আমাদের আলোর দিশা দেখিয়ে চলেছে।

এটি একটি সম্পূর্ণ অ্যালবাম। সঙ্গীতায়োজনে সুরজিৎ দাস। এটি প্রকাশিত হবে Times Music Bangla এর ইউটিউব চ্যানেলে।

এই প্রকাশ উপলক্ষে ৮ এপ্রিল, শুক্রবার, কলকাতার আইসিসিআর-এ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে
একটি সংগীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শিরোনাম – ‘জীবনদেবতা’। আয়োজক – ঐকান্তিক।

গানে থাকছেন প্রবুদ্ধ রাহা ও সংযুক্তা। গানের সাথে কথার মালা গাঁথবেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। সঞ্চালনায় থাকছেন সাহিত্যিক শ্যামলী আচার্য। যন্ত্রানুষঙ্গে রয়েছেন সুরজিৎ দাস ও পার্থ মুখোপাধ্যায়।

এদিনের প্রধান অতিথি থাকছেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্র-পরিচালক অতনু ঘোষ। এছাড়াও থাকছেন সংগীত জগতের কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব।