বঙ্গ নিউস, ৩ ডিসেম্বর, ২০২০ঃ বিশ্বের বেশিরভাগ দেশেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে মাস্ক পরা আবশ্যক, বলছেন চিকিৎসকরা।
কিন্তু যাঁরা কাজের জন্য বা অন্য কোনও কারণে অনেকটা বেশি সময় ধরে মাস্ক পরে থাকেন, দীর্ঘক্ষণ ঢাকা থাকায় ঘাম থেকে অনেকেরই অ্যালার্জি, ব়্যাশ হচ্ছে। কী করবেন?
আরও পড়ুন পূর্ব মেদিনীপুরে দুটি পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০টি বাড়ি ও বেকারি কারখানা
মুখ পরিষ্কার করে তারপর মাস্ক পরুন। মাস্ক পরার আগে কোনও অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিইনফ্লেম্যাটরি ক্রিম লাগালে উপকার পাবেন।
মাস্ক খোলার পর ভালো করে মুখ ধুয়ে নিন। অবশ্যই মুখ পরিষ্কারের পর ময়েশ্চারাইজার লাগাবেন৷ লাগিয়ে নিতে হবে। কারণ ত্বক রুক্ষ হলেও ব়্যাশ হওয়ার প্রবণতা থাকে৷
শসার রস লাগাতে পারেন৷
ডিজপোজেবল মাস্ক ব্যবহার করতে পারেন। এ ধরনের মাস্কে ব্যাকটেরিয়া তৈরি হওয়ার জায়গা কম থাকে।