Home দেশ কাফিল খানের বিরুদ্ধে অভিযোগ বেআইনি, মুক্তির নির্দেশ হাইকোর্টের

কাফিল খানের বিরুদ্ধে অভিযোগ বেআইনি, মুক্তির নির্দেশ হাইকোর্টের

by banganews

উত্তরপ্রদেশ, ০১ সেপ্টেম্বর, ২০২০ঃ  সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ডক্টর কাফিল খানের বক্তৃতায় ঘৃণা ছড়ানোর যে অভিযোগ দায়ের হয়েছিল তা খারিজ করে দিল উচ্চ আদালত৷
জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করে তাঁকে
গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। মঙ্গলবার চিকিত্‍সক কাফিল খানের নিঃশর্ত মুক্তির নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট৷

আরও পড়ুন রাজনীতির হাতেখড়ি এখানেই, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত মহিষাদল

২০১৯ সালের ১০ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী মন্তব্যে বিদ্বেষ প্রচারের অভিযোগে জানুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ৷ ১৩ ফেব্রুয়ারি তার নামে মামলা হয়।

জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ১৬ অগাস্ট কাফিল খানকে আটকে রাখার মেয়াদ আরও তিনমাস বাড়ানো হয়। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (এন এস এ)-এর আওতায়, রাষ্ট্র যে কোনও ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার প্রশ্নে ১২ মাস পর্যন্ত কোনও চার্জ ছাড়াই আটক রাখতে পারে৷

আরও পড়ুন বিপর্যস্ত ভারতীয় অর্থনীতি, চলতি বছর শোচনীয় জিডিপি-র পূর্বাভাস

কাফিল খান আপাতত উত্তরপ্রদেশের মথুরা জেলে রয়েছেন৷ তাঁর বিরুদ্ধে প্রাথমিকভাবে আইপিসি’র ১৫৩ (এ) ধারা অর্থাৎ ‘ধর্মীয় ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ তৈরির চেষ্টা’র অভিযোগ দায়ের হয়েছিল। পরবর্তীতে ১৫৩ বি এবং ৫০৫ (২) ধারাও যোগ করা হয়।

You may also like

Leave a Reply!