Home বঙ্গ ওপেন বুক সিস্টেমে পরীক্ষা দিয়েও সবাই ফেল মালদহ ডিএলএড কলেজে

ওপেন বুক সিস্টেমে পরীক্ষা দিয়েও সবাই ফেল মালদহ ডিএলএড কলেজে

by banganews

মালদহ, ২৯ নভেম্বর, ২০২০ঃ করোনা আবহে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে বাড়িতে বসে। দেখে দেখে পরীক্ষা দেওয়ারও সুযোগ ছিল এবার। ব্যতিক্রম হয়নি মালদহের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের কলেজের ক্ষেত্রেও। সেখানকার পড়ুয়ারাও বাড়িতে বসেই পরীক্ষা দিয়েছিল। কিন্তু রেজাল্ট বেরোতেই চোখ কপালে উঠেছে সকলের।

আরও পড়ুন গোদাবরীর তীরে মিলছে দেদার ‘সোনা’, কুড়োচ্ছেন স্থানীয়রা!

মালদহের সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের কলেজ শোভানগর ডিএলএড কলেজে ১০০ জন পরীক্ষার্থী ফেল করেছে। জানা গেছে গত ১৪ অক্টোবর বাড়িতে বসে পরীক্ষা দিয়েছিল দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। শুক্রবার ওয়েবসাইটে ফল প্রকাশ হলে দেখা যায় প্রত্যেকেই ফেল করেছে। এই ঘটনায় পড়ুয়ারা হতভম্ব হয়ে গেছে। কলেজের অধ্যক্ষ এই ব্যাপারে কোনো সঠিক উত্তর দিতে পারেননি। অনেকেই ক্ষোভ উগরে দিয়েছে। শোভানগর ডিএলএড কলেজের অধ্যক্ষ মিলন সাহা বলেছেন কোনো টেকনিক্যাল ত্রুটির কারণে এটা হয়েছে। পর্ষদকে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।

You may also like

Leave a Reply!