Home দেশ জলকামান বন্ধ করার অপরাধে খুনের অভিযোগ দায়ের কৃষকের বিরুদ্ধে

জলকামান বন্ধ করার অপরাধে খুনের অভিযোগ দায়ের কৃষকের বিরুদ্ধে

by banganews

বঙ্গ নিউস, ২৮ নভেম্বর, ২০২০ঃ  কৃষিবিলের বিরোধিতায় উত্তপ্ত হয়েছে পাঞ্জাব থেকে দিল্লি। কৃষিবিল বাতিলের দাবিতে শুক্রবার পঞ্জাব হরিয়ানা থেকে একদল কৃষক দিল্লির উদ্দেশ্যে মিছিল করে। সেই সময় পুলিশ বাধা দেয় তাঁদের। এমনকি জলকামান দিয়েও কৃষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। সেই সময় বছর ২৬ এর এক যুবক জলকামানের উপরে উঠে তা বন্ধ করে দেয়। এই ভিডিও মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

নভদীপ সিং নামের ওই যুবক কৃষিবিরোধী আন্দোলনকারীদের চোখে হিরো হয়ে উঠেছে। তবে এই ঘটনার জন্য ওই যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে পুলিশ। এতেই ক্ষেপে উঠেছে নেটিজেনরা। নভদীপের কথায় আমার বাবা একজন কৃষক নেতা। পড়াশোনা শেষ করে বাবার সঙ্গে কৃষিকাজে হাত লাগিয়েছি। কোনো বেআইনি কাজ করিনি। জলকামান দিয়ে আমাদের আঘাত করা হয়েছিল তার থেকে বাঁচতেই এই কাজ করেছি।

You may also like

Leave a Reply!