Home বিনোদন দু বছর পর শুটিংয়ে ফিরলেন বিনোদনের বাদশা

দু বছর পর শুটিংয়ে ফিরলেন বিনোদনের বাদশা

by banganews

বঙ্গ নিউস, ১৮ নভেম্বর, ২০২০ঃ ‘হর দিল মে হলচল হ্যায়/আয়া হ্যায় দেখো কওন’। এই ক্যাপশনে ছেয়ে যাচ্ছে সোশাল মিডিয়া। শেয়ার হচ্ছে ছবি। শেয়ার হতে হতে ভাইরাল।
যশরাজ স্টুডিওতে হাজির হলেন শাহরুখ খান। তাঁর নতুন ছবির সেট। ‘পাঠান’-এর শুটিং শুরু হল। সেই ২০১৮ সালে ‘জিরো’। তারপর আর কোনও ছবিতেই দেখা যায়নি শাহরুখকে। ভক্তদের উচ্ছ্বাস আর দেখে কে! দু বছর পর বাদশা আবার ফিরলেন শুটিং সেটে। এতদিনের প্রতীক্ষা এবার শেষ।

আরও পড়ুন রুপোলি দুনিয়ার লিঙ্গ বৈষম্য কতটা? উত্তর দিচ্ছেন তাপসী

যদিও শাহরুখের শুটিং শুরুর কথা একেবারে লুকিয়ে রেখেছিল যশরাজ। ডেট নিয়ে টুঁ শব্দও করেনি। কারণ শাহরুখ চান না, তাঁর শুটিং সেটে অহেতুক ভিড় জমুক। তাই এমন গোপনীয়তা।
তবু ক্যামেরাকে কি ফাঁকি দেওয়া চলে? মুম্বইয়ে প্রথমদিনের শুটিং সেটেই লেন্সবন্দি হয়ে গেলেন শাহরুখ খান।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের কাছ থেকে এই ছবির চিত্রনাট্য শুনে আপ্লুত শাহরুখ। একবার শুনেই ডেট দিয়ে দেন। এ ছবিতে শাহরুখ ছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহাম। তাঁদের শুটিং কয়েকদিন পর থেকে শুরু হবে।

You may also like

Leave a Reply!