Home বঙ্গ দীর্ঘ তিন মাস পর পুনরায় চালু হলো খড়দহ রিষড়া ফেরি সার্ভিস

দীর্ঘ তিন মাস পর পুনরায় চালু হলো খড়দহ রিষড়া ফেরি সার্ভিস

by banganews

দীর্ঘ তিন মাস পর পুনরায় চালু হলো খড়দহ রিষড়া ফেরি সার্ভিস। পরিকাঠামোগত কিছু ত্রুটি থাকায় বন্ধ হয়ে গেছিলো এই ফেরি সার্ভিস। তৎকালীন পৌর প্রধানেরা এই সমস্যার সমাধান করতে না পারলেও বর্তমান পৌর প্রশাসক এর সমাধান সূত্র খুঁজে বের করেন। আজ পরিবহন দপ্তরের আধিকারিকের উপস্থিতিতে পুনরায় শুরু হয় ফেরি চলাচল।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!