Home দেশ যৌন হেনস্থা রুখতে বেনজির সিদ্ধান্ত আদিত্যনাথের

যৌন হেনস্থা রুখতে বেনজির সিদ্ধান্ত আদিত্যনাথের

by banganews

লখনৌ, ২৫ সেপ্টেম্বর, ২০২০: উত্তরপ্রদেশে ক্রমশ বাড়ছে মেয়েদের ওপর যৌন হেনস্থা আর নির্যাতন। অবস্থা সামাল দিতে এক নতুন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ‘অপারেশন দুরাচারী।’ বিশেষ করে নাগপুর আর লখনৌতে ক্রমশ বাড়তে থাকা এই অশালীনতা রুখতে মুখ্যমন্ত্রীর এই নতুন দাওয়াই।

আরও পড়ুন এনসিবি‘তে চার ঘণ্টা রকুল, তীব্র বিরোধিতায় শিবসেনা

এই ব্যবস্থা অনুযায়ী, ব্যস্ত রাস্তার দেওয়ালে টাঙানো থাকবে যৌন হেনস্থায় অভিযুক্তের ছবিসহ পরিচয়। আসাযাওয়ার পথে মানুষ তাদের চিনে নেবে। কোনওক্রমে আইনের ফাঁক গলে নিষ্কৃতি পেলেও, এই অভিযুক্তরা সামাজিক সম্মান হারাবে।
যৌন হেনস্থা রুখতে মুখ্যমন্ত্রিত্বের শুরু থেকেই কঠোর যোগী আদিত্যনাথ। অ্যান্টি রোমিও স্কোয়াড নামে ধরপাকড়ের বেনজির ব্যবস্থাও করেছিলেন। তবে তার ফলে এই দুষ্কর্মকে নিয়ন্ত্রণে আনা যায়নি। এবার আরও কঠোর ব্যবস্থা নিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

You may also like

Leave a Reply!