কলকাতা, ১৮ অগাস্ট, ২০২০: দুশ্চিন্তার মেঘ কাটল। পরিচালক রাজ চক্রবর্তীর কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এলেও, হবু মা শুভশ্রীর রিপোর্ট এসেছে নেগেটিভ।
আরও পড়ুন : করোনা আবহে রক্ত সংকট মেটাতে রক্তদান রূপান্তরকামীদের
শুধু শুভশ্রী নন, বাড়ির অন্যান্য সদস্য, যাঁদের কোভিড টেস্ট করানো হয়েছিল, তাঁদের রিপোর্টও এসেছে নেগেটিভ।
চিন্তামুক্ত রাজ চক্রবর্তী লিখলেন, “শুভশ্রী-সহ বাড়ির সকলের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ। চিন্তামুক্ত হলাম। আমি সুস্থই রয়েছি এবং নিজের শরীরের খেয়াল রাখছি। বাড়ির প্রত্যেকেই আলাদা আলাদা ঘরে রয়েছেন। আমাদের জন্য প্রার্থনা করার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ।”
আরও পড়ুন : আইপিএল এর টাইটেল স্পন্সরশিপ এ ড্রিম 11
প্রসঙ্গত, আগামী মাসেই শুভশ্রী মা হতে চলেছেন। এই পরিস্থিতিতে রাজের করোনা রিপোর্ট পজিটিভ আসায় গোটা পরিবার এবং পরিজনদের উদ্বেগের শেষ ছিল না।