Home বিনোদন টালিগঞ্জে বিয়ের সানাই

টালিগঞ্জে বিয়ের সানাই

by banganews

বিয়ে করছেন অনির্বাণ ভট্টাচার্য। তিনি নিজে কিছু না জানালেও খবর তেমনই। আগামী বৃহস্পতিবারই বিয়ে হবে তাঁর। কার সঙ্গে? পাত্রী তাঁর দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামী। রঙ্গমঞ্চ সূত্রেই আলাপ দুজনের। একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন তাঁরা। মধুরিমা নিজে রবীন্দ্রভারতীর ছাত্রী। মূকাভিনয় নিয়ে বিস্তর পড়াশোনা আছে তাঁর। মধুরিমার বাবা নিরঞ্জন গোস্বামী পদ্মশ্রীখ্যাত মূকাভিনয় শিল্পী।
তবে বড়সড় কোনও অনুষ্ঠান হচ্ছে না। ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বৃহস্পিতবার একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে রেজিস্ট্রি বিয়ে সারবেন তাঁরা। উপস্থিত থাকবেন দু তরফের খুব কাছের আত্মীয় আর ঘনিষ্ঠ বন্ধুরা।

You may also like

Leave a Reply!