Home দেশ দেশজুড়ে করোনায় মৃত্যু ৫০ হাজার, আক্রান্ত ২৬ লক্ষের বেশি

দেশজুড়ে করোনায় মৃত্যু ৫০ হাজার, আক্রান্ত ২৬ লক্ষের বেশি

by banganews

৫০ হাজার পেরিয়ে গেল দেশে করোনায় মৃত্যুর সংখ্যা। মোট আক্রান্ত ২৬ লক্ষ ৪৭ হাজারেরও বেশি। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্ত ৫৭ হাজার ৯৮২ জন। মৃত্যু হয়েছে ৯৪১ জনের। পরিসংখ্যান বলছে, মোট আক্রান্তের মধ্যে দেশে করোনা পসিটিভ কেস ৬ লক্ষ ৭৭ হাজার ৪৪৪. সুস্থ হয়ে উঠেছেন ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪৩ জন। দেশজুড়ে মৃত্যু হয়েছে ৫০ হাজার ৯২১ জনের ।

আরও পড়ুন করোনা আক্রান্ত হয়ে এগরার বিধায়কের জীবনাবসান

ভারতের গবেষকরা সবুজ সংকেত দিলেই করোনা টিকার গণ উৎপাদন শুরু হবে৷ স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ঘোষণায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে এখনও পর্যন্ত সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই। বিশ্বের বিভিন্ন দেশের করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান নিয়মিত প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, ভারতে করোনায় মৃত্যু ৫০ হাজার পেরিয়ে গেছে।

আরও পড়ুন সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আগুন, দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় ভারত এখন তিন নম্বরে। মৃতের সংখ্যার নিরিখে ভারতের স্থান চতুর্থ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, আমেরিকা, ব্রাজিল, মেক্সিকো সহ অনেক দেশের তুলনায় ভারতের ছবিটা কিছুটা হলেও ইতিবাচক।

You may also like

Leave a Reply!