কলকাতা, ২১ অগাস্ট ২০২০ : করোনার বলি সেন্ট্রাল ডিভিশনের পুলিশের উপ নগরপাল উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। আজ ভোরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর, দিন সাতেক আগে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন : পরিবারের রোজগার নিয়ে চিন্তা ? NPS আছে তো
৫৫ বছর বয়সী এসিপির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত চারদিন ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন। কিন্তু চিকিৎসায় কোনওভাবেই সাড়া দিচ্ছিলেন না উদয়শংকরবাবু।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় পুলিশ কর্তা ও কর্মীদের মধ্যে আতঙ্ক আরও বাড়ল।