মেদিনীপুর, ২৩ অগাস্ট, ২০২০ঃ শালবনি ব্লকের ৬ নং লক্ষ্মণপুর গামে কংসাবতীর ক্যানাল ভেঙে বিপত্তি ঘটেছে l রবিবার ওই এলাকার কংসাবতী ক্যানেলের পাড় হঠাৎ ভেঙে যায় l এর ফলে প্রায় ৪০০ বিঘা ধান জমি প্লাবিত হয়েছে। হতভাগ্য কৃষকেরা প্রশাসনের সাহায্যের মুখাপেক্ষী হয়ে বসে আছেন।
আরও পড়ুন ‘জয় শ্রীরাম!’ না বলায় তৃণমূল কর্মীকে মার, অভিযোগের তির বিজেপির দিকে
এই ঘটনায় জেলার কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি জানিয়েছেন, “দপ্তরের আধিকারিকেরা ইতিমধ্যে ওই এলাকা পরিদর্শনে গেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে। আমি নিজেও এলাকা পরিদর্শনে যাব। তারপরেই প্রশাসনিকভাবে সাহায্য করার পদক্ষেপ নেওয়া হবে l”