করোনা আক্রান্ত বিরোধী দলনেতা আবদুল মান্নান। মঙ্গলবার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। আবদুল মান্নান ডায়াবেটিস এর রুগী৷ তাই ঝুঁকি না নিয়ে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে।
অক্সিজেন লেভেল স্বাভাবিক আছে, পরিবারের তরফে জানানো হয়েছে ৷
সম্প্রতি দার্জিলিং গিয়েছিলেন চাঁপদানির কংগ্রেস বিধায়ক। ফিরে আসার পর ছিলেন কলকাতার এমএলএ হস্টেলে। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। ফুসফুসে সমস্যা দেখা দিলে কোভিড টেস্ট করা হয় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন ফুসফুসে সংক্রমণ রয়েছে আবদুল মান্নানের তবে শারীরিক অবস্থা এখনও পর্যন্ত স্থিতিশীলই রয়েছে। কো-মর্বিডিটি থাকায় প্রবীণ কংগ্রেস নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন পরিবার।