Home খেলা সোশাল মিডিয়ায় নিজের নাম বদলে দিলেন এ বি ডি ভিলিয়ার্স, কিন্তু কেন?

সোশাল মিডিয়ায় নিজের নাম বদলে দিলেন এ বি ডি ভিলিয়ার্স, কিন্তু কেন?

by banganews

সোশাল মিডিয়ায় নিজের নাম পরিবর্তন করে দিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এ বি ডি ভিলিয়ার্স। সোমবার ভক্তদের বিস্মিত করে তাঁর অফিসিয়াল নাম পরিবর্তন করেছেন আইপিলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের প্রতিনিধি এই খেলোয়াড়। করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে ডিভিলিয়ার্স নিজের নামের বদলে মুম্বইয়ের এক রেস্তোঁরার মালিকের নামকে নিজের জার্সিতে স্থান দিয়েছেন৷ ৩৬ বছর বয়সী প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টুইটার অ্যাকাউন্টে নিজের নাম রেখেছেন ‘পরিতোষ পন্ত।’ করোনার সময়ে পূজা রেড্ডি নামে এক আইনজীবীর সঙ্গে বহু গরিব মানুষের অন্নসংস্থান করেছেন পরিতোষ৷

আরও পড়ুন দুর্ঘটনা এড়াতে মা ফ্লাইওভারে ফেন্সিং-এর সিদ্ধান্ত

ডি ভিলিয়ার্স বলেন, পরিতোষ একটি প্রকল্প চালু করে লকডাউনের সময় গরিবদের জন্য খাবার বিতরণ করেছিলেন। এই কঠিন সময়ে নিঃস্বার্থভাবে কাজ করা COVID-19 যোদ্ধাদের স্যালুট জানাতেই তিনি এই নাম পরিবর্তন করেছেন৷

এর আগে ডি ভিলিয়ার্স তাঁর প্রোফাইল পিকচার পরিবর্তন করেছিলেন। সেখানে তাঁর নামের পরিবর্তে “পারিতোষ” লেখা RCB জার্সি দেখা যাচ্ছে। সকলেরই তাঁদের দেখা করোনা যোদ্ধাদের গল্প শেয়ার করা উচিত বলে মনে করেন এই তারকা ক্রিকেটার।
#WeAreChallengers #RealChallengers #ChallengeAccepted এই হ্যাশট্যাগ দিয়ে আহ্বান জানিয়েছেন ডি ভিলিয়ার্স।

আরও পড়ুন রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক সহ আট সাংসদ, কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

গত সপ্তাহে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) জানিয়েছে, করোনা মহামারীতে নিঃস্বার্থ ভাবে সামনের সারিতে থেকে যারা লড়াই করেছেন সেইসব কোভিড যোদ্ধাদের সম্মান জানাতে আসন্ন আইপিএল ২০২০ চলাকালীন ‘মাই কোভিড হিরোস’ লেখা জার্সি ব্যবহার করবে৷ এই উদ্যোগের প্রশংসা করে ক্যাপ্টেন কোহলি
লেখেন, এই কাজের জন্য তিনি গর্ববোধ করছেন।

You may also like

Leave a Reply!