Home কলকাতা রূপঙ্করের Hope21 উদ্যোগে সামিল কলকাতার প্রখ্যাত চিকিৎসক

রূপঙ্করের Hope21 উদ্যোগে সামিল কলকাতার প্রখ্যাত চিকিৎসক

by banganews

কথায় আছে আপন আলোয় জগত আলো৷  Hope21 সেই আশার আলো যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ এই সময়ের অন্যতম প্রতিভাবান সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী লিখেছিলেন ফেসবুকের পাতায়। একটা ইচ্ছের কথা জানিয়েছিলেন, কারা সঙ্গে থাকতে চান তাও জানতে চেয়েছিলেন৷ সেখানেই কৌশিকী চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী, সোমলতা, অনিন্দ্য চট্টোপাধ্যায়, লগ্নজিতা, চন্দ্রিল ভট্টাচার্য, সিধু, গৌরব সরকার, উজ্জ্বয়িনী, আকাশ, আনন্দী আহেরী সকলে জানান তারা এই কাজে থাকতে চান৷ এবং তারপর অনলাইন কনসার্ট Hope21 এর আয়োজন করা হয়।

অনলাইন এই কনসার্টটি মিউজিশিয়ান এবং ব্যাকস্টেজ শিল্পীদের সাহায্যের জন্য৷ লকডাউনে তাদের উপার্জনের পথেও এসেছে লকডাউন৷ এতদিন ধরে যে মানুষগুলো সিনেমায়, বেসিক গানে, নাটকে, স্টেজ শোতে যখন যেমন প্রয়োজন তেমন৷ ভাবেই বিনোদন দিয়েছেন আজ তাদের পাশে থাকার মানবিক দায় অনস্বীকার্য। এই ভাবনা থেকেই রূপঙ্করের উদ্যোগ Hope 21।

তবে শুধু যে শিল্পীরাই শিল্পীদের পাশে থাকছেন তা কিন্তু নয়৷ এগিয়ে এসেছেন অন্য পেশার মানুষ৷ তেমনই একজন কলকাতার শ্যামবাজার ফড়িয়াপুকুরের নবজীবন হাসপাতালের মুখপাত্র অভিজ্ঞ চিকিৎসক ডা. সৌরভ কুমার ঘোষ৷

 

 

 

অতিমারী তথা লকডাউন যতদিন চলবে ততদিন পর্যন্ত দুঃস্থ মিউজিশিয়ান এবং ব্যাকস্টেজ শিল্পীদের বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন ডা. সৌরভ কুমার ঘোষ৷ এভাবেই তিনি পাশে থাকতে চান শিল্পীদের৷ Hope21 এই অসময়ে যে আশার আলো জ্বালিয়েছে ডা. ঘোষ সেই আশাকেই আরেকটু এগিয়ে দিয়েছেন৷

 

আরো পড়ুন – 

নতুন গান থেকে এই সময়ের সঙ্কট : খোলামেলা আড্ডায় ইমন

 

এই সময় মানুষের পাশে থাকার৷  সকলে মিলে হাতে হাত রেখে পেরিয়ে যেতে হবে এই কঠিন সময়৷ সঙ্গে থাকতে পারেন আপনিও৷ অনুষ্ঠানটি দেখা যাবে আগামী ২৮ অগাস্ট রাত ৮.৩০ টায়৷
www.musianamiles.com থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন অনলাইনে৷

You may also like

Leave a Reply!