Home বঙ্গ পৃথিবীর কঠিন ব্যধিতে আলোর দিশা সেই রবি ঠাকুর

পৃথিবীর কঠিন ব্যধিতে আলোর দিশা সেই রবি ঠাকুর

by banganews
কোরোনার কোপে গোটা বিশ্ব গৃহবন্দী, দিশেহারা মানুষ। বিগত তিনমাসে আমূল পরিবর্তন এসছে দৈনন্দিন জীবনে। তবে আনলক ১-এর পর ধীরে ধীরে আমরা আগের রুটিনে ফিরতে শুরু করলেও বন্ধ স্কুল-কলেজ। ঠিক এইরকম কঠিন সময়ে, গৃহবন্দী জীবনে ছোট বড়ো কারো মনই যেন অবসাদগ্রস্ত না হয়ে পড়ে সেই কথা মাথায় রেখে বাতায়ন মমতা মিউজিক অ্যাকাডেমির কান্ডারী শিল্পী শ্রীমতি মমতা গাঙ্গুলী তার ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘আগুনের পরশমণি’ শীর্ষক একটি ভিডিও প্রকাশ করেছেন।

আরও পড়ুন : ‘সময়ের গান’-এ রূপঙ্করের ২৫ বছর উদযাপন

মমতা গাঙ্গুলী জানান, “কবিতার প্রতি আমার আন্তরিক টান থেকেই পৃথিবীর এই কঠিন অসুখে, রবিঠাকুরের স্বদেশী কবিতায় তাঁকে শ্রদ্ধাঞ্জলি দেবার চেষ্টা করেছি। এতদিন বাড়িতে থেকে বাচ্ছাগুলোও হাঁপিয়ে উঠেছিল। আসলে প্রত্যেকবছর মে মাসে আমি, আমার এই ছেলেমেয়েদের নিয়ে একটা বার্ষিক অনুষ্ঠান করি। কিন্তু এবছর তো কিছু করা সম্ভব হয় নি। তাই ভাবলাম এইভাবে যদি ওদের একটু আনন্দ দেওয়া যায়। আমার জীবনে তো গান ছাড়া আর কিছু নেই। মনখারাপ হলেও গান, মন ভালো থাকলেও গান। এই মন্ত্রে যদি ওদের দীক্ষিত করে যেতে পারি, আমার মনে হয় যত বিপদই আসুক না কেন ওরা সম্বলহীন হয়ে পড়বে না।

You may also like

Leave a Reply!