বঙ্গ নিউস, ১৮ নভেম্বর, ২০২০ঃ পরপর দুই ভাইয়ের বিয়ের কারণে দু-দুবার পুলিশি সমন এড়িয়ে গেলেন কঙ্গনা আর রঙ্গোলি। এই নিয়ে তৃতীয়বার সমন জারি করল মুম্বই পুলিশ।
অক্টোবরে তাঁর তুতো ভাইয়ের বিয়ে ছিল। নভেম্বরে উদয়পুরে বসল তাঁর নিজের ভাই অক্ষত-র বিয়ের আসর। এই দুই বিয়ে উপলক্ষে বেজায় ব্যস্ত কঙ্গনা আর তাঁর দিদি।
আরও পড়ুন নিজেকে বিজেপি থেকে সুরক্ষিত করলেন ১০ লক্ষের বেশি মানুষ
সোশাল মিডিয়ায় ‘বিদ্বেষমূলক পোস্ট এবং উস্কানি ছড়ানো’র কারণে দুই বোনের নামে ইতিমধ্যেই দু-দুবার সমন জারি করেছে মহারাষ্ট্র পুলিশ। একবারও হাজিরা দিতে পারেননি কঙ্গনারা।
এই মামলার প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ১২৪ [এ], ১২১, ১২১ [এ], ১২৪, ১৫৩[এ], ১৫৩[বি], ২৯৫[এ], ২৯৮ এবং ৫০৫ নম্বর ধারায় কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও জারি করেছে আদালত।
তাঁর আগের দুই সমনের প্রেক্ষিতে কঙ্গনা বলছিলেন, ‘অবসেসড পেঙ্গুইন সেনা… মহারাষ্ট্রের পাপ্পু-প্রো, আমাকে এত মিস কর…চিন্তা করো না আমি জলদি আসছি’।
এবার ফের ২৩ এবং ২৪ নভেম্বর কঙ্গনাদের বিরুদ্ধে আবারও সমন জারি করেছে মুম্বই পুলিশ। তবে এবার এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি কঙ্গনার তরফে।