Home বিনোদন এবার নদীর মধ্যে ইলেকট্রিক বোটে বসেই দেখা যাবে সিনেমা

এবার নদীর মধ্যে ইলেকট্রিক বোটে বসেই দেখা যাবে সিনেমা

by banganews

করোনা আতঙ্কে স্তব্ধ বিশ্ব। সব শ্যুটিং ও সিনেমা হল বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত বিনোদন জগত। তবে সামাজিক দূরুত্ব বজায় রেখে যদি বিনোদন উপভোগ করা যায় তাহলে ক্ষতি কী? সেরকমই একটি অভিনব উপায় বার করেছেন প্যারিসের শহরবাসীরা। প্রতি বছর স্যেন নদীর ধারে সামার প্রোগ্রামের আয়োজন হয়। নানা ধরণের স্পোর্টসের পাশাপাশি সুযোগ থাকে ভাল ছবি দেখার।

দেখুন ভিডিও 

You may also like

1 comment

Leave a Reply!