Home কলকাতা একুশে নির্বাচনের আগে একগুচ্ছ নতুন মুখ তৃণমূলে

একুশে নির্বাচনের আগে একগুচ্ছ নতুন মুখ তৃণমূলে

by banganews

কলকাতা, ২০ অগাস্ট, ২০২০ঃ  মা-মাটি-মানুষের ডাকে সাড়া দিয়ে এবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাংলার দুই পরিচিত বাউল শিল্পী কার্তিক দাস বাউল এবং লক্ষণ দাস বাউল। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গতকালই তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

আরও পড়ুন কিছুটা সুস্থ প্রণব মুখার্জি, আর যা জানাল হাসপাতাল

ক’দিন আগেই দক্ষিণ দিনাজপুরের প্রভাবশালী নেতা বিপ্লব মিত্র এবং বিজেপির প্রাক্তন মুখপাত্র কৃষাণু মিত্র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। কার্তিক দাস বাউল এবং লক্ষণ দাস বাউল এর সাথে শাসক শিবিরও যুক্ত হন এগ্রার বিশিষ্ট চিকিৎসক বাদল অশ্রু ঘাটা এবং রানীগঞ্জের চেম্বার অফ কমার্সের সন্দীপ ভালোটিয়া। চারজনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মমতা ব্যানার্জির কাজ তাঁর ভালো লাগে, বাংলার সংস্কৃতি কে বাঁচাতে মুখ্যমন্ত্রীর মতো একজনের শক্ত হাত প্রয়োজন তাই এই দলে আসা। আসন্ন নির্বাচনে আউসগ্রাম এর হয়ে লড়তে চান বলে বিশিষ্ট সংগীতশিল্পী কার্তিক দাস বাউল ইচ্ছা প্রকাশ করেছেন।

You may also like

Leave a Reply!