Home দেশ বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় বাঙালির নাম

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় বাঙালির নাম

by banganews

মোবাইল কম্পিউটার গরম হয়ে যাচ্ছে? আর চিন্তা নেই, ন্যানো ফ্লুইড নামের একটি তরল পদার্থ যা কুলেন্ট তৈরিতে সাহায্য করে। বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ব্যাপক প্রসার ঘটেছে। গাড়ি থেকে শুরু করে মোবাইল, কম্পিউটার সবেতেই ব্যবহার হবে। দীর্ঘক্ষণ ব্যবহার করার পরেও গরম হবে না কম্পিউটার বা মোবাইল। এই গবেষণাই এক বাঙালি অধ্যাপককে খ্যাতির চরম শিখরে নিয়ে গেছে। বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় উঠেছে তাঁর নাম। তিনি কৃষ্ণনগর গভমেন্ট কলেজের অধ্যাপক কালিদাস দাস।

লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার মেয়াদ বাড়াল কেন্দ্র

মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সাল পর্যন্ত প্রকাশিত হয় ডক্টর কালিদাস দাসের ন্যানো ফ্লুইড ইউটিলিটি সম্পর্কিত গবেষণা। যা বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। ইতিমধ্যেই তাঁর গবেষণা মানবজীবনে ও শিল্পে ব্যাপক প্রভাব ফেলেছে। অধ্যাপক কালিদাস দাসের দাবি চিকিৎসা ক্ষেত্রেও এর ব্যাপক সুবিধা রয়েছে। টিউমারের ক্ষেত্রে একটি ব্যারিকেড তৈরি হয় যা ভেঙে ইঞ্জেকশন পৌছাতে পারে না কোষ গুলিতে। এই ন্যানো ফ্লুইড এর মাধ্যমে ইঞ্জেকশন কোষ গুলিতে পৌছানো সম্ভব বলেই দাবি বিজ্ঞানীর। ২০০৮ সাল থেকে এই ন্যানো ফ্লুইডের উপর গবেষণা করছেন ডক্টর কালিদাস দাস। এতদিনে তাঁর মুকুটে নতুন পালক যোগ হল।

 

 

You may also like

Leave a Reply!