Home দেশ ৮.৫ শতাংশ সুদ পাওয়া যাবে PF-এর সঞ্চিত অর্থে

৮.৫ শতাংশ সুদ পাওয়া যাবে PF-এর সঞ্চিত অর্থে

by banganews

বঙ্গ নিউস, ১৪ ডিসেম্বর, ২০২০ঃ করোনার জেরে অর্থনীতির অবস্থা শোচনীয়৷ কিন্তু এর মধ্যেই ৬ কোটি গ্রাহকের জন্য সুখবর নিয়ে এল কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশন বা (EPFO) জানা যাচ্ছে, ২০১৯-২০ অর্থবর্ষে পিএফ এর সঞ্চয়ের উপর ৮.৫ শতাংশ সুদ দিতে পারে কেন্দ্র।

আরও পড়ুন করোনা আক্রান্ত জেপি নাড্ডার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করলেন মমতা

প্রথমে বলা হয়েছিল, গ্রাহকদের দুই ধাপে সুদ দেওয়া হবে। প্রথম ধাপে ৮.১৫ শতাংশ সুদ পাবেন কর্মচারীরা৷ তারপরে সুদ পাবেন ০.৩৫ শতাংশ। কিন্তু এই ভাবে ধাপে ধাপে দেওয়ায় নানা মহলে বিতর্ক সৃষ্টি হয়, তারপর শ্রমমন্ত্রক থেকে অর্থমন্ত্রকে একটি চিঠি পাঠানো হয়। সূত্রের খবর, সেই চিঠিতেই ২০১৯-২০ সালের ইপিএফ এ ৮.৫০ শতাংশ হারে সুদ দেওয়ার প্রস্তাব জানানো হয়েছে৷ নির্মলা সীতারামন ইতিবাচক সংকেত দিলেই ওই সুদ এই মাসের মধ্যেই গ্রাহকের অ্যাকাউন্টে চলে আসবে বলে জানা যাচ্ছে

You may also like

Leave a Reply!