ভুবনেশ্বর, ১৫ অগাস্ট, ২০২০: একটা, দুটো নয়। একেবারে ৭৩ রকমের করোনাভাইরাসের সন্ধান মিলল ওড়িশায়। দিল্লির সিএসআইআর- ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইনটিগ্রেটিভ বায়োলজি এবং ভুবনেশ্বরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড সাম হসপিটালের একদল গবেষক কোভিড ১৯ নিয়ে গবেষণায় এই খোঁজ পেয়েছেন বলে খবর।
গবেষক দলের অন্যতম সদস্য ডক্টর জয়শংকর দাস বলছেন, “পরপর ১৫৩৬টি স্যাম্পেল নিয়ে আমরা কাজ করেছি। যার মধ্যে ছিল ৭৫২টা ক্লিনিক্যাল স্যাম্পেলও। এর থেকে মিলেছে B.1.112 এবং B.1.99। অর্থাৎ রিপোর্ট একেবারে ভিন্ন। প্রথমবার ভারতে এমন ঘটনা ঘটল।”
আরও পড়ুন স্বাধীনতা দিবসে এল খুশির খবর, ক্রিকেট মাঠে ভারতকন্যার বিশ্বরেকর্ড
গবেষকদের মতে, কে কোন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত, তা জানতে পারলে শুরু থেকেই চিকিৎসার অনেক সুবিধা হবে।
বিশ্বের ১০টি দেশের ১২টি গবেষণাকারী সংস্থাকে পিছনে ফেলে ইতিমধ্যেই নিজেদের গবেষণার সমস্ত তথ্য অনলাইনে প্রকাশ করেছেন এই গবেষকরা। জানিয়েছেন, অত্যাধুনিক কোভিড-১৯ সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করেই এই গবেষণায় মিলেছে সাফল্য। কোন করোনা ভাইরাস শরীরে কতটা সংক্রমিত হতে পারে, তাও বোঝা সম্ভব হয়েছে। কারও সামান্য, আবার কারও শরীরে অতিরিক্ত সংক্রমণ ঘটে। লক্ষণও প্রকট হয়। এই গবেষণায় বিভিন্নরকম সংক্রমণের ধরন বোঝা গিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।