Home বঙ্গ করোনা জয়ী দেশের সর্বকনিষ্ঠ

করোনা জয়ী দেশের সর্বকনিষ্ঠ

by banganews

কলকাতা, ২১ অগাস্ট ২০২০ :   করোনাকে গো হারান হারিয়ে বাড়ি ফিরল দেশের কনিষ্ঠতম করোনা জয়ী।
গত 20 শে জুলাই থেকে জ্বরে ভুগছিল পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা এই সদ্যোজাতটি।
এই আবহাওয়ায় সদ্যোজাতদের সাধারণ জ্বর সর্দি হওয়া খুবই স্বাভাবিক ঘটনা তাই বাড়ির লোক প্রথমে বিশেষ গুরুত্ব দেন নি, কিন্তু এক সপ্তাহ পরেও জ্বর না কমায় কাঁথি থেকে শিশুটিকে নিয়ে সোজা পার্কসার্কাসের ইন্সিটিউট অফ চাইল্ড হেলথ (ICH) শিশু হাসপাতালে হাজির হন শিশুটির মা-বাবা। যেদিন তার রিপোর্টে করোনা ধরা পড়েছিল সেদিন তার বয়স ছিল মাত্র ৪০ দিন। এরপর টানা ২৩ দিন নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ সম্পূর্ণ সুস্থ সে।

আরও পড়ুন :  লকডাউনে কর্মহীনদের জন্য চালু বেকার ভাতা , পারিশ্রমিকের ৫০% দেওয়া হবে তিন মাস পর্যন্ত

হাসপাতালের এক আধিকারিক জানান, “এই শিশু হাসপাতালে সাধারণত করোনার চিকিৎসা হয়না। কিন্তু শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করাও বেশ ঝুঁকিপূর্ণ ছিল তাই  ডা. খেয়া ঘোষ উত্তম এবং ডা. প্রভাস প্রসূন গিরির ‘নিকু’ টিম যৌথভাবে কাজ শুরু করে।”

আরও পড়ুন :  দেশের করোনা পরিস্থিতি

কিন্তু প্রশ্ন একটাই মা-বাবা নেগেটিভ হওয়া সত্ত্বেও এত ছোট্ট শিশু করোনায় আক্রান্ত হলো কিভাবে?
চিকিৎসকদের প্রাথমিক অনুমান, যে নার্সিংহোমে শিশুটির জন্ম হয়েছে সেখান থেকেই এই মারণ ভাইরাসটি তার শরীরে প্রবেশ করেছে।

You may also like

Leave a Reply!