Home দেশ দিল্লি রেল স্টেশনে ৮ যাত্রীর থেকে বাজেয়াপ্ত ৫০৪টি সোনার বার

দিল্লি রেল স্টেশনে ৮ যাত্রীর থেকে বাজেয়াপ্ত ৫০৪টি সোনার বার

by banganews

দিল্লি,২৯ অগাস্ট, ২০২০ : নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে শুক্রবার আটজন যাত্রীর থেকে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বাজেয়াপ্ত করল বিদেশ থেকে পাচার করা ৫০৪টি সোনার বার। সোনা উদ্ধারের পর ৮ জন যাত্রীকেই গ্রেফতার করা হয়েছে। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স জানিয়েছে গোটা বিষয়টি তদন্তাধীন।

আরও পড়ুন বই কিনে দেওয়া থেকে খাবার বিতরণ, পটাশপুরের ত্রাতা শিক্ষক রতন সাউ

সূত্র মারফত আগে থেকে খবর পেয়ে দিল্লি রেলস্টেশনে ওঁত পেতে ছিলেন রাজস্ব পরিচালকমণ্ডলীর গোয়েন্দারা। সন্দেহভাজন ৮ ব্যক্তিকে তারা চিহ্নিত করে তাদের আটকানো হয় এবং তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা।সোনার বারগুলো দেখে অনুমান করা যায় যে সেগুলি বিদেশ থেকে পাঠানো হয়েছে। এই বিপুল সোনার কোনও বৈধ নথি দাখিল তারা করতে না পারায় তা বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এগুলি পাচারের চেষ্টা করছিলেন অভিযুক্তরা। এই সোনা কার এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও জানা যায়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সোনা পাচার চক্রের পর্দা ফাঁসের চেষ্টা করছে ডি আর আই।

You may also like

Leave a Reply!