Home বিনোদন ৪৮ শিল্পী+ ৪ মাস = আলিয়ার লেহঙ্গা

৪৮ শিল্পী+ ৪ মাস = আলিয়ার লেহঙ্গা

by banganews

বঙ্গ নিউস, ১৮ নভেম্বর, ২০২০ঃ  তেরোজন কারিগর, সঙ্গে ৩৫ জন ছাত্রছাত্রী, চার মাস সময়। এই হিসেবের যোগফল হল একটি লেহঙ্গা। দিওয়ালির দিন যে লেহঙ্গা পরেছিলেন আলিয়া ভাট। এত মানুষের ছোঁয়া আছে বলে ওই লেহঙ্গা তাঁর কাছে ‘বিশেষ’, নিজেই জানিয়েছেন আলিয়া। এবার ওই লেহঙ্গাই ছিল তাঁর কাছে দিওয়ালি উদযাপনের বিশেষ অনুষঙ্গ।

আরও পড়ুন ডিসেম্বরের মধ্যেই সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে , জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

কী আছে ওই লেহঙ্গায়? পশু পাখি গাছপালা নদীনালা সবকিছু ফেব্রিক করা। প্রকৃতির অসংখ্য কারুকাজ সেখানে।
এমন লেহঙ্গা দেশে খুব বেশি তৈরি হয় না। আলিয়া জানিয়েছেন, তিনি গর্বিত, তাঁর জন্য এমন এক লেহঙ্গা তৈরি করা হয়েছে। এটিই তাঁর কাছে দিওয়ালির সেরা উপহার।

You may also like

Leave a Reply!