বঙ্গ নিউস, ২৪ নভেম্বর, ২০২০ঃ দেশের সুরক্ষায় ফের ব্যান করা হল ৪৩ টি অ্যাপ। কেন্দ্রীয় সরকার আজ জানিয়েছে জাতীয় সুরক্ষা ও জনগনের স্বার্থে আরও ৪৩ টি অ্যাপ ব্যান করা হল। ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনফরমেশন টেকনোলজি আইন 69A অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নতুন করে ব্যান হওয়া অ্যাপ্লিকেশন এর তালিকা –
1. AliSuppliers Mobile app
2. Alibaba Workbench
3. AliExpress
4. Alipay Cashier
5. Lalamove India – delivery app
6. Drive with Lalamove India
7. Snack Video
8. CamCard
9. CamCard – BCR ( Western )
10. Soul
11. Chinese Social
12. Date in Asia
13. WeDate
14. Free dating app – Singol
15. Adore app
16. TrulyChinese
17. TrulyAsian
18. ChinaLove
19. DateMyAge
20. AsianDate
21. Flirtwish
22. Guys Only Dating
23. Tubit
24. WeWorkChina
25. First Love Live
26. Rela
27. Cashier Wallet
28. MangoTV
29. MGTV – Hunan TV
30. WeTV
31. WeTV – Cdrama
32. WeTV Lite
33. Lucky Live
34. Taobao Live
35. Ding Talk
36. Identity V
37. Isoland 2
38. BoxStar
39. Heroes Evolved
40. Happy Fish
41. Jellypop Match
42. Munchkin Match
43. Conquista Online II
এর আগে জুন মাসে ৫৯ টি ও সেপ্টেম্বরে ১১৮ টি অ্যাপ ব্যান করেছিল কেন্দ্রীয় সরকার। এবার নতুন করে আরও ৪৩ টি অ্যাপ ব্যান করা হল। মন্ত্রক সূত্রে খবর বেশ কিছু রিপোর্ট ইতিমধ্যেই ভারতীয় সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে পাওয়া গিয়েছে এই অ্যাপ্লিকেশনগুলির বিরুদ্ধে।