বাঁকুড়া, ২৮ ডিসেম্বর, ২০২০ঃ আনন্দ উৎসব বদলে গেল বিষাদে। বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। জানা গেছে পিকনিক করে পুরুলিয়া থেকে মারুতি করে বাঁকুড়া ফিরছিলেন শিশু ও মহিলা সহ বেলিয়া গ্রামের নয় জন। সেই সময় ছাতনা থানা এলাকায় ভগবানপুরের কাছে একটি ট্রলারের সঙ্গে মারুতিটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ৪ জন। কমবেশী আহত হয়েছেন ৫ জন।
আরও পড়ুন মমতার চিঠিতে আপ্লুত অমর্ত্য সেন, উত্তরও দিলেন
সংঘর্ষের তীব্রতা এতটাই বেশী ছিল মারুতি ভ্যানটি পাশের খালে পড়ে যায়। মৃতরা প্রত্যেকেই বাঁকুড়া সদর থানা এলাকার বেলিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রলারটিকে পুলিশ বাজেয়াপ্ত করতে পারলেও চালক-খালাসি পলাতক।