Home দেশ বাবরি মসজিদ মামলার রায়, বেকসুর খালাস আডবানী, যোশী সহ ৩২ অভিযুক্ত

বাবরি মসজিদ মামলার রায়, বেকসুর খালাস আডবানী, যোশী সহ ৩২ অভিযুক্ত

by banganews

উত্তরপ্রদেশ, ৩০ সেপ্টেম্বর,২০২০ঃ  বাবরি মসজিদ ধ্বংস মামলায় আডবানী, যোশী সহ ৩২ অভিযুক্তকে বেকসুর খালাস করল উত্তরপ্রদেশের সিবিআই আদালত। আজ থেকে ২৮ বছর আগে ১৯৯২ সালে গুড়িয়ে দেওয়া হয়েছিল বাবরি মসজিদ। দীর্ঘ টানাপোড়েনের পর আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করল উত্তরপ্রদেশের সিবিআই আদালত।

আরও পড়ুন করোনা আক্রান্ত অভিনেতা সোহম

মোট ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করেছে সিবিআই আদালত। ছয় জন ছাড়া বাকি সকলেই হাজির ছিলেন আদালতে। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন লালকৃষ্ণ আডবানী, মুরলীমনোহর যোশী সহ উমাভারতী ও কল্যাণ সিং। আদালতের মতে বাবরি মসজিদ ধ্বংস পূর্বপরিকল্পিত নয়। এটা একটা স্বতস্ফুর্ত প্রতিক্রিয়া মাত্র। এই মর্মে বাবরি ধ্বংস মামলায় ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করেছে উত্তরপ্রদেশের সিবিআই আদালত। সিবিআই আদালতের বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব এই রায়দান ঘোষণা করেছেন। প্রসঙ্গত বিচারপতি সুরেন্দ্রকুমার যাদবের অবসর নেওয়ার কথা ছিল ২০১৯ সালে কিন্তু এই রায়দানের জন্য তাঁর অবসরের দিনক্ষণ পিছিয়ে যায়। আজ সকাল থেকেই উত্তরপ্রদেশে ছিল কড়া নিরাপত্তা। আদালত চত্বরে ছিল কড়া পাহারা।

You may also like

Leave a Reply!