Home দেশ পুজোর মুখে আরও ২০০ ট্রেন , বড় ঘোষণা ভারতীয় রেলের

পুজোর মুখে আরও ২০০ ট্রেন , বড় ঘোষণা ভারতীয় রেলের

by banganews

দিল্লি, ২ অক্টোবর,২০২০ঃ আনলক পর্ব শুরু হলেও ভারতীয় রেল এখনও সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। মাত্র ২৮০ টি এক্সপ্রেস ট্রেন চলছে যা খুবই নগন্য। এবার সামনে উৎসবের কথা মাথায় রেখে বড় ঘোষণা করল ভারতীয় রেল। উৎসবের মরশুমে আরও ২০০ টি ট্রেন চালাবে ভারতীয় রেল। আগামী ১৫ ই অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে খবর।

আরও পড়ুন করোনা আক্রান্ত পরিষদীয় মন্ত্রী তাপস রায়

প্রতিবছরই পুজোর মরশুমে টিকিটে চাহিদা বেশী থাকে। অনেক প্রবাসীরা বাড়ি ফেরে বা অনেকে পরিবার নিয়ে বাইরে যায়। এবছর চাহিদা তুলনামূলক কম থাকলেও টিকিট নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে কারণ প্রয়োজনে অন্য রাজ্যে যেতে হলে সড়কপথ ব্যবহার করতে হচ্ছে । এবার সবদিক বিবেচনা করে অতিরিক্ত ২০০ টি ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল। এছাড়াও প্রতিটি জোনের পরিস্থিতি বিচার করে টিকিটের চাহিদা অনুযায়ী অতিরিক্ত ক্লোন ট্রেন চালানো হতে পারে। অন্যদিকে আনলক পর্বেও লোকাল ট্রেন নিয়ে কোনো আশার আলো দেখায়নি রেল। অফিস খুলে যাওয়ায় বেশী ভাড়া দিয়ে গাড়িতে বা বাসে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই নিয়েও ক্ষোভের সৃষ্টি হয়েছে নিত্যযাত্রীদের মধ্যে।

You may also like

Leave a Reply!