Home বিদেশ ৭ বছরে নিহত ১০ হাজার শিশু, জেনে নিন কোথায়

৭ বছরে নিহত ১০ হাজার শিশু, জেনে নিন কোথায়

by banganews

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত ৭ বছরে ইয়েমেনে ঘটে চলা গৃহযুদ্ধের জেরে ১০ হাজারেরও বেশি সংখ্যক শিশুর হতাহতের ঘটনা ঘটেছে। পাশাপাশি ইউনিসেফ জানিয়েছে, প্রকৃত হতাহতের ঘটনা এর চেয়েও বেশি হতে পারে।

ইয়েমেনে গত বছর থেকে  গৃহযুদ্ধ শুরু হয়েছে। এ বছরও সেই লড়াই অব্যাহত। আর এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে সে দেশের শিশুরাই। ইয়েমেনে যুদ্ধ বন্ধ করে সাধারণ মানুষের জীবনের জন্য উভয়পক্ষের কাছেই আবেদন জানিয়েছে ইউনিসেফ। ইউনিসেফের মতে, সবার আগে শিশুদের নিরাপত্তা, মঙ্গল এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে।

 

সাইবার সেন্সরশিপ বিরোধী দিবস! জেনে নিন বিশ্বের কোন পাঁচটি দেশে নিষিদ্ধ ইন্টারনেট

ইউনিসেফ জানিয়েছে, হিংসা, কষ্ট এবং বঞ্চনার এক সাধারণ ক্ষেত্র হয়ে উঠেছে ইয়েমেন। এ দেশে লাখ লাখ পরিবার আর এই সব পরিবারের শিশুরা ভুগছে। এ অঞ্চলে শান্তি নিশ্চিত করতে যথাযথ রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করাই এখন সব চেয়ে বড় কাজ।

You may also like

Leave a Reply!